বদর কাফেলা

দ্বীনি এই মহান খেদমত একা কারও পক্ষে সম্ভব নয় এবং কারও পক্ষে একা সম্ভব হলেও করা উচিত নয়। কারণ হাদীস শরীফে রয়েছে البركة فى الجماعة অর্থাৎ দলবদ্ধতার মধ্যে বরকত নিহীত রয়েছে। তাই ইহকালীন কামিয়াবী ও পরকালীন নাজাতের উসিলা হাসিলের জন্য জামিয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত ৩১৩ জনের এই বদরী সদস্য কাফেলায় তথা অত্র জামিয়ার ‘আজীবন বদর কাফেলা দাতা সদস্য’ হয়ে দ্বীনের খেদমতের উদ্দেশ্যে আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করার আহবান করছি।

 

সদস্য হতে যোগোযোগ করুন:

মাওলানা ইমদাদুল হক [মুহতামিম]

01711 067163